ভালবাসতে পারা মানু‌ষের অভাব
----------------------------------------------

আশেপা‌শে ভালবাসতে পারা মানু‌ষের বড্ড অভাব
কেউ অ‌ভিনয় ক‌রে হে‌সে ভালবে‌সে
কেউবা পা‌শে ‌ব‌সে অ‌ভিনয় ক‌রে কা‌ছের মানুষ সে‌জে।

এক জীব‌নে ও ভালবাসতে পারা মানু‌ষের বড়ই অভাব
এক ছা‌দের নি‌চে অ‌নেক থে‌কেও ভালবাস‌তে কষ্ট হয়
কষ্ট হয় যখন দে‌খি ভাললাগা ঝ‌ড়ে পড়‌ছে অযথা অকারন।

কি‌শোর বয়সে ভাল লে‌গে‌ছে অ‌নেক‌কেই প্রেমেও প‌ড়ে‌ছি
তবুও ভালবাসার মত কাউকে কা‌ছে পাইনি
কা‌ছে পাইনি যেীব‌নে তখনও ভালবাসার ছোয়া গা‌য়ে মা‌খে‌নি।

ভালবাসতে পারা মানু‌ষের বড্ড অভাব পৃ‌থিবী‌তে
জীব‌নের চাওয়া পাওয়া পূরন কর‌তে পারা না পারা‌তে
অথবা ভোগ বিলা‌সে জীবন কাটা‌তে না পারা‌তেও
মাপকা‌ঠি‌র তীক্ষ্ণ হিসা‌বে ভালবাসা বা‌ড়ে বা ক‌মে।

ভালবাসতে পারা মানু‌ষের বড্ড অভাব।

- জা‌হিদ আহ‌মেদ ও তার স্মৃ‌তি প‌রিষদ।