তোমায় নি‌য়ে
--------------------

তোমার জন্যে নি‌য়ে এলাম ফুল রক্ত করবী,
‌গে‌থেঁ নিও খোপায় আজ জোৎস্না রজনী !
শা‌ড়ি প‌ড়ে কাজঁল চো‌খে এসো বাগান বা‌ড়ি ,
‌তোমায় আজ দেখব আমি দু নয়ন ভরি !
দু হা‌ত ভ‌রে র‌ঙিন চু‌ড়ি ,বেণী দু‌টি বেশ ভারী ,
আলো আধা‌রে দুজন দুজনায় হব দেশান্তরী !
‌তোমায় নি‌য়ে বাধঁব ঘড় সু‌খেরও বসতী ,
তু‌মি আমার প্রাণ বায়ু আমার জীবণ দিশারী!
তোমার হা‌সিঁ‌তে হা‌সি আর তোমার দু:‌খে কাঁ‌দি,
‌তোমায় নি‌য়ে জীবণ-মরণ, স্বর্গ-বে‌হেশত ভা‌বি !

- জা‌হিদ আহ‌মেদ ও তাঁর স্মৃ‌তি প‌রিষদ !

উৎসর্গ :  প্র‌িয়তমা স্ত্রীকে ।