শর্তহীন ভালবাসে ক'জন
--------------------------------
শর্তহীন ভালবাসে ক'জন
নি:স্বার্থ প্রেমে নিজেকে বিলায় যে জন
তুমি কি আমায় বেসেছিলে তেমন
নাকি পারোনি আমায় বাসতে ভাল আমারি মতন ।
একবার ও কি তোমার মনের অজান্তে
ফোটেনি ফুল মন কাননে
নাকি ঝড়ে গিয়েছে ফুল হেয়ালির ছলে ।
শর্তহীন ভালবাসে ক'জন
নি:স্বার্থ প্রেমে নিজেকে বিলায় যে জন
তুমি তো বলেছো
বাকিটা জীবন শুধু আমায় দিয়েছো
আদৌ কি তুমি আমায় চেয়েছো
নাকি মিথ্যে আশ্বাসে মন ভুলিয়েছো ।
ভালবাসা তো মরিচীকার মত
দুর থেকে দেখায় আলো
কাছে যেতে নেই কারো
তুমি কি তবে ভাল বেসেছো
মরিচীকার মত আমায় ভাল।
শর্তহীন ভালবাসে ক'জন
নি:স্বার্থ প্রেমে নিজেকে বিলায় যে জন
হারিয়ে যাওয়া ভালবাসা ফিরে পায় কজন
তলিয়ে যাওয়া মুক্তা ফিরে পাওয়ারই মতন।
- জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ।
( উৎসর্গ : প্রিয়তমা স্ত্রীকে )