সহকর্মি যখন বন্ধু
-------------------------
জীবণের প্রয়োজনে , কর্মের ব্যবধানে
আমাদের হল দেখা এই ব্যস্ত কোলাহলে।
কিছু হাসি কিছু জল , ব্যস্ততা করে ভর
তবুও জানি আমরা কেন , আপন পরস্পর।
পৃথিবীর আবর্তনে , কাছাকাছি থাকি আনমনে
দিনশেষেও হলে দেখা , হাসি প্রাণঞ্জল ।।
- জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ।