সালাত আদায় ও অত:পর নাযাত -
-------------------------------------
মসজিদের ঐ আযানে হৃদয়ে জাগে সাড়া,
তবু কেন এবাদতে আসেনা মনে কভু মায়া ।।
কাতারে কাতার মুসল্লি হয় সালাতের নিয়তে বন্দি
তবু কেন সমাজে যত অবিচার পায়না রহমতের স্বস্তি ।।
শরিয়তের পর্দায় ঢাকা আজ নেক সুরতে শয়তান
সমাজে আজ নেক্বের বড় ঘাটতি ।।
হালাল হয়েছে হারাম সব আর হারামে ডুবে জগৎ ভর
নামাযে কাজ হবেনা আল্লাহ বলেছেন কুরআন পড় ।।
নবী মোহাম্মদের সালাতে
প্রচলিত মসজিদের জামাআতে
ফারাক অাছে হাজারে
ইসলামকে চোখ বুঝেঁ খুঁজে তো দেখ !!
হেরা গুহার আঁধারে মোহাম্মদের ঐ ধ্যানে'তে
নামায ছাড়া নবুয়্যত ? ভেদ কি একটু ভেবে তো দেখ ?
কুল্লে মুমিন আরশে আল্লাহ - আরশের ই আস্তানা
নবী প্রেমের দেওয়ানা ক্বালবে এশকের আঙ্গিনা।
কাশফ এলহামে দেয় সাড়া ডাকছে কাছে রাব্বানা
কপালে তোমার নামাযের দাগে
নাযাত কি তুমি পাবেনা ?
- জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ।
(একজন মুসলমান হিসাবে ক্ষুদ্র ভাবনার বহি:প্রকাশ)