নিজেকে বিক্রি
---------------
মাঝে মাঝে নিজেকে বিক্রি করে দিতে ইচ্ছে করে
ইচ্ছে করে শরীরের এক একটি অংশ বিক্রি করে ফেলি
পাহারসম চাহিদা অল্প কিছু আয়ের অংক মেলাতে পারিনা।
মেলাতে পারিনা আপনজনদের হাসি আর নিজের কান্না
আমি সবসময়ই জীবনের অংক মেলাতে খুব কাচা
আর তাইতো কাছের মানুষের হাসিকে নিজের সুখ ভাবি।
আপনজনদের ভাললাগাকে নিজের প্রশান্তি ভাবি
বিনিময়ে শুধু প্রাপ্তির খাতায় অপ্রাপ্তির অংক গুনি।
সবার কাছে আমি শুধু অকেজো এক প্রাণি
তাইতো নিজেকে বিক্রি করে অভিমানের ভেলায় ভাসি।
- জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ।
(জীবনযুদ্ধে ক্লান্ত মনোভাবাপন্ন এক ব্যক্তি মনের অভিপ্রায় মাত্র)