যদি কোনদিন
--------------------------------
যদি কোনদিন দেখো চেয়ে পথে
নেই পাশে আমি তোমার হাতটি ছেড়ে
ভেবেনা তোমার আমি হারিয়ে গেছি কবে ।
যদি কোনদিন দেখো ঘুম ভেঙ্গে ভোরে
বিছানায় নেই আমি তোমার পাশে শুয়ে
ভেবোনা তোমার আমি লুকিয়ে গেছি কবে ।
যদি কোন দিন দেখো
কথা বলতে বলতে আওয়াজ পাচ্ছোনা শুনতে
ভেবোনা তোমার আমি হারিয়ে গেছি নিশ্চুপে ।
যদি কোন দিন দেখো আমার জামা কাপড়
আর নোংড়া হয়না তোলা আছে সব আলমারিতে
ভেবোনা তোমার আমি ফিরবনা আর তোমার কাছে।
যদি কোন দিন তোমার মনে একাকিত্ব আসে
ভেবো একটু চোখ বুজে মনের গহীন থেকে
আমি আছি তোমার পাশে থাকব আজীবন
স্মৃতিতে অমর হয়ে।।
- জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ।
(একাকি মনের বহিপ্রকাশে প্রিয়তমা স্ত্রীকে উৎসর্গে করে লেখা)