হয়ত আমি আর কিন্তু তু‌মি
-------------------------------------------
আমি হয়ত এক‌দিন শু‌য়ে থাকব ঠিকই,
‌কিন্তু তু‌মি এসে ডে‌কে নিদ্রা ভঙ্গ কর‌তে পার‌বেনা।
আমি হয়ত তোমার পা‌শে ব‌সে থাকব ঠিকই,
‌কিন্তু তু‌মি অনুভব ক‌রেও স্পর্ষ কর‌তে পার‌বেনা।
আমি হয়ত তোমার পা‌শে দা‌ড়ি‌য়ে সুখে থাকা দেখব,
‌কিন্তু তুমি আড়া‌লে লু‌কি‌য়ে কে‌দেঁও আমা‌কে দেখ‌বেনা।
আমি হয়ত প্রজাপ‌তির মত উড়ে তোমার পা‌শেই থাকব,
‌কিন্তু তু‌মি নেহা‌য়েত প্রজাপ‌তি ভে‌বে বেখা‌য়ে‌লি র‌বে।
আমি হয়ত মা‌ঝে মা‌ঝে অযথাই ক‌লিং বেল চে‌পে দা‌ড়ি‌য়ে র‌বো তোম‌ার আঙ্গিনায়,
আর তু‌মি দরজা খু‌লে দেখ‌বে কেউ নেই ভাব‌বে ম‌নের ভুল হয়ত।
আমি হয়ত কাদঁব ঠিকই কান্নার জল পড়‌বে তোমার গা‌য়ে
‌কিন্তু তু‌মি হয়ত কান্নার শ‌ব্দে হচ‌কিত হ‌বে।
আমি য‌দি আর না ফি‌রি জে‌নে ও তু‌মি হয়ত কাদঁ‌বে
তবুও কেন ভালবাসা অনাদ‌রে রাখ‌বে।

- জা‌হিদ আহ‌মেদ ও তার স্মৃ‌তি প‌রিষদ।
(অকার‌ণে লেখা খেয়া‌লি ভাবনার ব‌হিপ্রকাশ মাত্র)

উৎসর্গ : ‌প্রিয়তমা স্ত্রী‌কে ।