গন্তব্যহীন চিরকুটে -
------------------------------------
আস্তাকুড়ে ফেলে দেয়া কাগজের মত
রয়েছি পড়ে পথে।
কি যে ছিল লেখা সে কাগজে
জানেনি কেউ তা পড়ে।
হঠাৎ দখিনা বাতাস এসে
গেল নিয়ে বহুদূরে।
কাগজে লেখা কথাগুলো
রয়ে গেল অলোকে।
ভালবাসায় রাঙ্গা স্বপ্নগুলো
রাঙ্গিয়েছি সে কাগজে।
সুখ দু:খ আর না বলা কথা
ব্যক্ত ছিল সহজে।
প্রাপকহীন চিরকুট আমার
রয়ে গেল নশ্বরে।
- জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ।