গোলামী এ রব্বানা
-------------------
আমি যদি হতাম মাটি
ঐ পবিত্র বাকীর
পায়ের ধুলোর স্পর্শ পেতাম
দয়াল নবীজীর ।
মদিনার জমিনে ছোঁয়া পেতাম
নালায়েন জোড়াটির।
হয়ত একবার দেখতে পেতাম
সুরত নবীজীর।
দয়াল নবীর দেখা পেত
এই বাদশাহি তকদীর।
অমর হতো পাপী জীবন
দীদার এ হাবীবীর।
আমি যদি হতাম মাটি
ঐ কারবালা নগরীর।
ঘোড়ার পায়ের স্পর্শ পেতাম
হোসাঈন ইবনে আলীর।
যদি আমি হতাম পানি ফোরাত নদীটির
পিপাসা মেটাতাম নবীর নাতীজীর।
খোদার কাছে আর্জি করতাম
গোলামী এ হোসাঈন ইবনে আলীর।
মুর্শিদ তুমি মওলা তুমি
তুমি আমার প্রাণ
রাসূল রুপে দেখা দিয়ে গ্রহণ করো
গোলামী এ রব্বানার।
- জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ।