দুই মেরু
-----------------------

আ‌মি তু‌মি সে
‌মি‌লে হই তে
‌তারা দুজন আমি হ‌তে
ভুবন জুড়ায় দুই মেরু‌তে।
সম‌য় আর বয়‌সে কোষ কিংবা অবয়‌বে
‌মি‌লে যায় দুই ভুবন যেন একই বৃ‌ত্তে।
আমি আর আমরা একই নদী‌তে
প্রজন্ম থে‌কে প্রজন্ম মি‌শে যায় গহীন সাগ‌রে।

- জা‌হিদ আহ‌মেদ ও তার স্মৃ‌তি প‌রিষদ।

(আমার দুই ছে‌লে‌কে উৎসর্গ ক‌রে লেখা ক‌বি ম‌নের ব‌হিপ্রকাশ)