দূর থে‌কে ভাল‌বে‌সে
--------------------------

তীব্র ভাললাগা থাক‌লেও
কাউকে কা‌ছে নি‌তে নেই
আপন কর‌তে নেই তা‌কে
যা‌কে দুর থে‌কে ভালবাসা যায়
তা‌তে অযথা কষ্ট বা‌ড়ে
অ‌নেকটা না পে‌য়েই হা‌রি‌য়ে ফেলার মত।

আমরা তবুও কেন জা‌নি
দূরের মানু‌ষের প্রেমে প‌ড়ি
নি‌জে‌কে তার ভেতর হা‌রিয়ে ফে‌লে
আবার খোজার ব‌্যর্থ চেষ্টা ক‌রি।

সেসব দূরের মানুষগু‌লো কি
আমা‌দের ম‌নের খবর জা‌নে
কিংবা বুঝ‌তে পা‌রে কিনা জা‌নিনা।
তারা হয়ত এও জা‌নেনা কেউ তা‌কে নি‌য়ে
স্ব‌প্নে ভে‌সে বেড়ায় গু‌ছি‌য়ে নেয় কিছু সময়।

দূর থে‌কে ভালবাস‌লে
কা‌ছে যে‌য়েও দূরত্ব রাখ‌তে হয়
ম‌নের ভেতর এক অজানা ভয় থে‌কে যায়
হা‌রি‌য়ে ফেলার এক কষ্টময় ভয় তা‌ড়ি‌য়ে বেড়ায়।

সবাইকে কা‌ছে পে‌তে নেই তা‌তে কামনা জা‌গে
নষ্ট কোষগু‌লো শরী‌রে জ্বালা বাড়ায়
স্বাভা‌বিক জীবনটা‌তে নে‌মে আসে
নতুন জোয়া‌রের পা‌নি তা‌তে কষ্ট বা‌ড়ে।

জীব‌নের কিছু সময় মানুষ এমন অ‌তিক্রম ক‌রে
যখন সে না জে‌নেও কা‌রো না কা‌রো প্রেমে প‌ড়ে
দূর থে‌কে ভালবে‌সে হা‌রি‌য়ে ফে‌লে নি‌জে‌কে।

দূর থে‌কে ভাল‌বাসার মা‌ঝে ও এক নি:শব্দময় কষ্ট থা‌কে
কা‌ছের মানুষের সা‌থে বে‌ড়ে যাওয়া দুরত্ব আর অব‌হেলা
দুরের মানুষ‌কে কা‌ছে পাওয়ার বাসনা বা‌ড়ি‌য়ে দেয়
আর আমরা ও দূরের মানুষ‌কে ভাল‌বে‌সে হা‌রি‌য়ে ফে‌লি।

দূর থে‌কে ভাল‌বে‌সে কারো কা‌ছে যে‌তে নেই
তা‌কে হা‌রি‌য়ে ফে‌লে কষ্ট পে‌তে হয়।

- জা‌হিদ আহ‌মেদ ও তার স্মৃ‌তি প‌রিষদ।

(উদা‌সি ক‌বি ম‌নের ব‌হি:প্রকাশ মাত্র)