- দেবী বন্দনা -
-----------------------------------
স্বর্গবাসী দেবী নেমে এলো ধূসর মাটির কংকড়াময় আবরণে,
নেমে এলেন জীর্ণ কুটিরে যেখানে দিনে রোদ আর রাতে চাঁদ খেলা করে আমার আঙ্গিনায় হেঁসে।
দেবী নেমে এলো এক ঐশী বাণি নিয়ে আমার সেই জাগতিক জগতের ছোট্ট ভাঙ্গা ঘড়ে ।
দেবী এলো কুয়াশাচ্ছন্ন কাঁপা কাঁপা শীতের মেঠো পথ ধরে আমার সারাটি ঘড় জুড়ে ভালবেসে।
দেবী এলো গ্রীষ্মের তপ্তরোদের ছায়াঘেড়া ফসলের মাঠ ছেড়ে কুমড়ো গাছের জঙলা পেড়িয়ে আমার ভাঙ্গা ঘড়ে আমার হাতটি ধরে নিরবে বসে থাকতে।
দেবী এলো চাওয়া পাওয়ার অনেক উর্ধ্বে স্বার্থের বাহিরে মনের জানালায় উকিঁ দিয়ে আমায় ভালবেসে।
দেবী এলো বাঙালী বধূর সাজেঁ ঘোমটায় মুখ লুকিয়ে আমার এলোমেলো জীবণের রেললাইনের শেষ প্লাটফর্মে অপেক্ষায় থাকা যাত্রি বেশে মাঝরাতের ট্রেনে চড়ে।
দেবী এলো স্বর্গ ছেড়ে দারিদ্রতাময় মৃত্তিকার জীর্ণ কুটিরে আমাকে ভালবেসে বধূ বেশে।।
- জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ।