ভেতর বাহির -
-------------------------------------
ওপরটা বেশ ফিটফাট ভাজহীন সাদা শার্ট
আর ভেতরটা যেন একদম এলোমেলো।
বাহিরটাতে আমি নিশ্চুপ হয়তবা কাপুরুষ
কিন্তু ভেতরটা গর্জে ওঠা বাঘ যেন সুপুরুষ।
বাহিরের আমি কেন জানি আপোষ করে থাকি
ভেতরের আমি'টা করে বড্ড চেচামেচি।
ওপরের মানুষটাকে সবাই বোকা ভেবে হাসে
আর ভেতরের আমি'কে হাসতে দেখেছি যেন কবে ?
বাহিরের আমি খুব সহজভাবে চলা মানুষ
অথচ ভেতরের আমি'টা রহস্যে ঢাকা এক মানুষ।
- জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ।
(কিছু খেপাটে ভাবনার বহি:প্রকাশ মাত্র)