আয়নানামা
---------------
আমি আমায় দেখেছি দেয়ালে ঝোলানো রুপার পাতে মোড়ানো ছোট্ট আয়নায় !
দেখেছি হাসির ছলে অজস্র কান্নায় ভেসে যেতে কষ্টের বন্যায় !
দেখেছি কত সংসার শেষ হতে সন্দেহের সীমানায় !
তেমনি দেখেছি হাসির ছলে দুজনকে ভাসতে ভালবাসার জোছনায় !
আমি আমায় দেখেছি দেয়ালে ঝোলানো রুপার পাতে মোড়ানো ছোট্ট আয়নায় !
কত মেয়েরা তাদের কষ্টকে মুছে ফেলে অনায়াসে হাসে দাড়িয়ে আয়নায় !
তেমনি করে কত ছেলেরা হাসতে হাসতে কেদে ফেলে দু:খের ঝর্ণায় !
আমিও বহু বার দাড়িয়ে দেখেছি তোমায় আমারই কল্পনার আয়নায় !
আয়নায় ভেসে বেড়ায় সুখ দু:খ নিশ্চুপ কান্নায় !!
- জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ !