অত:পর এক উন্মাষিক কবি ও বিমুগ্ধ প্রকৃতি -
----------------------------------------
শহরের ইট পাথরের দেয়ালের মাঝে যে সূক্ষ্ম স্নায়ুবিক অস্থিরতা বিরাজ করে আমি সেই অস্থিরতায় ক্রমশই হাপিয়ে উঠেছি আমি মুক্তি চাই !
আমি মুক্তি চাই শহরের সব ব্যস্ততা ও কলুষিত নগ্নতাময় আচরণে যেখানে মানুষরূপি মানুষ প্রতিনিয়তই মুখোস পরে ঘুড়ে বেড়ায় আর নিরেট ভালমানুষগুলো শুধু হোচটঁ খায় পিচঢালা পথের ধুলোয় !
আমি মুক্তি পেয়ে যেতে চাই সেই আবাসস্থলে যেথায় সূর্যের আলোতে ও শুভ্র সাদা মনের মানুষ দেখতে পাব তেমনি জোৎস্না রাতের আলোতেও , সেথায় নদীতে কিশোরীদের জলস্নানে কোন ধর্মীয় ফতোয়া থাকবেনা , গ্রামের সেই চিরচেনা বটবৃক্ষের নিচে বাউলগানের আসরে যেতে কোন বাধা থাকবেনা , সারাদিন নদীর তীরে মাঠের ধুধু ঘাসহীন প্রান্তরে প্রেয়সীর চোখে তাকিয়ে বেলা কাটিয়ে দেয়া যাবে অনায়াসে !
মুক্তি চাই আত্বজ অহংকারের অগ্নিশিখা থেকে যা প্রতিনিয়তই পুড়িয়ে যাচ্ছে আমাকে !
মুক্ত স্বত্তায় চলে যেতে চাই স্রস্টার সৃস্ট সুন্দর প্রকৃতির কাছে প্রকৃতির সন্তান হয়ে কবি বেশে ....
- জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ !!