অস্তমিত প্রেম ও আমি
-------------------
হয়ত কোন একদিন ভোরে
তুমি না বলেই যাবে চলে দূরে
ঠিক যেমন করে এসেছিলে
প্রেম হয়ে আমার জীবণে ।
ভেবে দেখেছো কি কখনও
মনের গহীন থেকে
চোখটি বন্ধ করে
মনের সাদা কাগজে
কতটুকু ছিলে
তুমি ভালবাসার
জায়গা দখল করে ।
চলে গেলে খুশি মনে
আমায় কেন কাদিয়ে
থাকবে হয়ত মহাসুখে
অন্য কারো মনের ঘরে।
আমি না হয় কাদবো
বেশ ক' বছর ধরে
কিন্তু তুমি কি পারবে
আমায় না স্মরণ করে।
সবই যদি হয় ভাগ্যের লেখা
তবে কেন লেখা হলোনা
তোমার আমার ভালবাসার কথা।
- জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ।
(আবেগী মনের কল্পনাপ্রসূত ভাবাবেগের বহি:প্রকাশ)