অন্তরালে অশ্রু
--------------------------
রাতের ঘন অন্ধকারে সূর্য কাদেঁ মুখ লুকিয়ে
ঘুমের মাঝে মানুষ কাদেঁ বুকের ভেতর দু:খ নিয়ে।
ফুল কাদেঁ শুকিয়ে গেলে অপূর্ণতার বাসনা নিয়ে
চাঁদ কাদেঁ চন্দ্রগ্রহণে নিজেকে ভালবেসে।
সুন্দর কাদেঁ খুব গোপনে বেচেঁ থাকার আশা নিয়ে
মেঘ কাদেঁ বৃষ্টি হয়ে আকাশেতে ভাসবে বলে।
পাহাড় কাদেঁ ঝর্ণার স্রোতে মনে হাজার ব্যাথা নিয়ে
নদী কাদেঁ ভাটার টানে দিগন্তকে ছোঁবে বলে।
বাতাস কাদেঁ হাহাকারে রৌদ্রের খরতাপে
আকাশ কাদেঁ শেষ বিকেলে সূর্যটা ডুবে গেলে।
দুচোখ আমার শুধু কাদেঁ
তোমায় একবার দেখবে বলে।
(২০০৩ সালে ইন্টারমিডিয়েটের ছাত্রাবস্থায় লেখা কবিতা)
- জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ।