আমি তো মানুষ নই -
----------------------------------------
আমি তো মানুষ নই
মানুষ হলে হয়ত ইচ্ছা অনিচ্ছা জেগে উঠত অনেক কিছুতেই , ভাল লাগা বা কষ্ট আরো অনেক কিছু ..
মানুষ হলে কেউ হয়ত আমাকে কালো বা ফর্সা ভেবে চিনতো না , হয়তবা বন্ধু হতাম নয়ত আপনজন।
মানুষ হলে হয়ত প্রিয় মানুষ হতাম কারো , কারো বা স্বপ্নতে বাস করতাম
মানুষ হলে তার সাথে হাতে হাত রেখে ঘুড়ে বেড়াতাম অচেনা পথে হয়তবা ঘর বাধতাম তেপান্তরে
মানুষ হলে অন্তত ঘর থাকত নয়ত সংসার কিংবা বাবা মা পরিবার
মানুষ হলে অবসরে অনেকক্ষণ আড্ডা দিতাম
মানুষ হলে রাগ ভাঙানোর আশ্রয় পেতাম, পেতাম উষ্ণ আদর।
মানুষ হলে চোখ ভেজাতাম ভালবাসার কান্নায়।
মানুষ হলে বারে বারে ফিরে আসতাম তোমাদেরই ভাবনায়।
- জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ।