আমি আবার ফি‌রে আস‌বো
-------------------------

এক‌দিন হয়ত চ‌লে যাব
না ফেরার দে‌শে
কাউকে না জা‌নি‌য়েই
তোমা‌কেও হয়ত বল‌তে পারবনা কোন কিছুই।

আমার নিথর দেহ প্রাণ শূণ‌্য ধমনী শুণ‌্য হ‌য়ে
বিছানার এক কো‌ণে প‌ড়ে রইবে
তু‌মি হয়ত ভাব‌বে আমি বেশ ঘু‌মি‌য়ে আছি
অ‌নেকক্ষণ প‌রে বুঝ‌বে আমি আর বে‌চে নেই ।

প্রথ‌মে তু‌মি একটু নিশ্চুপ হ‌য়ে যাবে
আশেপা‌শের সবাই যখন তোমা‌কে বল‌বে
আমি নেই আর বে‌চে তখন তু‌মি অ‌ঝো‌ড়ে কাদ‌বে
আর আমার বাচ্চরা তোমা‌কে শ্বান্তনা দে‌বে।

আমার বড় ছে‌লেটা বেশ শক্ত তাই
ও তোমা‌কে শক্ত ক‌রে মানা‌বে
আর ছোটটা বেশ চঞ্চল হ‌লেও কে‌দে বুক ভাসা‌বে
তু‌মি একটু কান্না না হয় কম ক‌রো ।

আমার বড় ছে‌লে‌কে ব‌লে দিও
আমার মা‌য়ের পা‌শে যেন আমা‌কে রা‌খে
আমি মা‌কে জ‌ড়ি‌য়ে থাকব
কব‌রের মা‌ঝে একটু শা‌ন্তি‌তে ঘুমাবো।

য‌দি তা না হয় ত‌বে গা‌ছের ছায়ায় রাখ‌তে ব‌লো
আমার মাথার পা‌শে হাজা‌রির সাইন‌বোর্ড দি‌তে ব‌লো
প্রতি‌দিন কত মানুষ গা‌ছের ছায়ায় দা‌ড়া‌বে
য‌দি ম‌নের খেয়া‌লে দোয়া ক‌রে সেটাই আমি পা‌বো।

আমা‌কে না হয় একটু মস‌জি‌দের কাছাকা‌ছি রে‌খো
আযা‌নের সুর আর মুসু‌ল্লির পা‌য়ের আওয়াজ পা‌বো
তা‌তে না হয় একটু য‌দি শা‌ন্তি ফি‌রে পা‌বো।

আমার ছে‌লে‌দেরকে বলো
আমি আবার ফি‌রে আস‌বো
তোমরা শুধু আমা‌কে তোমা‌দের স্মর‌ণে রে‌খো ।

- জা‌হিদ আহ‌মেদ ও তার স্মৃ‌তি প‌রিষদ।

(অসুস্থ হ‌য়ে হাসপাতা‌লের বে‌ডে শু‌য়ে ক‌বি ম‌নের খেয়াল থে‌কে লেখা ক‌বিতা যা আমি আমার স্ত্রী সন্তান‌দের‌কে উৎসর্গ করলাম)