২১'এর মিনার -
------------------------
ফেব্রুয়ারির কোন এক সকালে
পাক হানাদারদের ছোঁবল থেকে
নেমেছিল তারা মিছিল নিয়ে
মায়ের ভাষা ফিরিয়ে নিতে ।
পথের বাকেঁ যেতে না যেতে
অতর্কিত গুলি ছুড়েঁ
সালাম রফিকের রক্ত ঢেলে
প্রতিষ্ঠিত হল ভাষা রক্তস্রোতে ।
বাংলা’র হল জয় ২১'এর এই শহিদ দিবসে
তাঁদের স্মরণে ছাত্র আর জনতা মিলে
গড়ল মিনার হৃদয় মাঝে ।
- জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ।