কত ঢেও আছড়ে পড়ে, নানান ছুতোয়
নামটি যায় মুছে, বালুর সাথে মিশে হয়ে একাকার;
জলকন্যা অভিমানে চুপ্টি করে মুখটি যে নেয় ফিরিয়ে,
ঢেওয়ের সাথে পাল্লা আমার, নামটি লিখবই আমি বারংবার।
নামটি যখন তোতলা কন্ঠে, লোহার খাচায় ময়নাটি সারাবেলা,
ছোলার লোভে ময়না ভুলে, ডাক ভুলেও অবহেলা
ময়নামতি গোমরো মুখী, অভিমান করোনা আবার;
এসো শীতের কুয়াশা ডিঙ্গিয়ে বসন্তের ডালে ডালে
কোকিলার কুহু কুহু সুরে,, নামটি তোমার হাজারবার।
সুযোগ পেলেই গাড়ির ধুলোমাখা কাচ, আর ফ্যাকাসে বইয়ের পাতার ভাজে' লিখে ফেলা হয় তোমার নাম না জানি কতবার!
ড্রাইভার সাহেবের পরিষ্কারকরণে,
হয়তো বইয়ের পৃষ্ঠা খসে
যাওয়ায় নামটি অজানা যতবার'
পাঠিকা তুমি ভুল বুঝোনা; হৃদয়গগনে তাকিয়ে দেখো
শত শত তারার মেলায় প্রকাশিত , নামটি তোমার ততবার।