যাহার চোখের পলক পড়তেই অপেক্ষায় শত কবি'গন কবিতা লিখতে বসে যায়'
দক্ষিনা বাতাসে যাহার কপাল বেয়ে চুল উড়তে দেখে পথিক গালে হাত দিয়ে বসে থেকে কল্পনার দোলনায় দোল খায়"
খোলা জানালার পাশে বসে, রৌদের ঘ্রান নেয়া/ বৃষ্টির ছিটেফোঁটা
হাত ভিজিয়ে, চোখে মুখে মেখে প্রিয়জনের দুঃখ ভোলায়'
যাহার কালো কেশ দেখে ' জুই-চামেলি-বেলি- চাঁপা'ও বাসনা জাগায়'
টেলিভিশনের পর্দানশিন না হয়ে ' ডায়েরী'র ভাজে হেটে চলে, কলমের অগ্রভাগ ঠোটের ভাজে নিয়ে ঘুড়ে বেড়ায়"
তাকে কিহ্ ভালবাসা যায়?
নাকি" লেখিকা'রা সুন্দর করে মন গলায়