আমি যেমন আর যাইনি পলাশের সন্ধানে
তোমার উঠোনে;
তেমনি এবার বসন্ত আকিনি মনের ক্যানভাসে-
ছুটিনি তো গভীর রডিনে
কিংবা উদাশ দিনে,
তোমার টানে।
পরিবর্তন কতো অগ্রগামী হয় তা যেমন সবুজ পাতা জানে;
কতো স্মৃতী ছিল,
কতো কথা ছিল,
কতো ব্যাথা ছিল,
ধুলোজমা শ্যাওরা পাতার মনে;
ঘুঘুর ডাকে ঝড়লো বৃষ্টি, রঙধনু হারায় মাগরিবের আযানে।
ফড়িং-ধিং-তিড়িং-বিড়িং
সিগারেটের ছাই,ধোয়া উড়লো- উড়ে জমায় মেঘ
মেঘাচ্ছন্ন;
অন্ধকারে পড়ছে মনে আজ তোমায় ভীষন
বিষন্ন।
আমার মন; আমার মন ভীষন বিষন্ন।