তোমার শখের বশে পড়ে থাকা শাড়িরজমিন জুড়ে লুকাইত আমার আদোল গা'
তোমার দিঘল কালো কেশ কিছু-টা পিঠ জুড়ে-
আর কিছুটা বেয়ে এসে নেমে যায় বুক বেয়ে কি এক যত্নে,
তোমার মুচকি হাসি হাসতে গিয়ে, দাঁতকপাটি কিছুটা বের করে হেসে উঠা, আহাহ্ তা যেন নুতন করে বারংবার তোমার প্রেমে পড়া,
তোমার শুভ্র হাতে নীলচে কাচের চুড়ি, কপালে টিপের ফোটা,
রোজ-ই যেন গভীর রাতে আমাকে খুন হয়ে-গুম হয়ে
দুচোখে ঘুম মেলিয়ে- দিয়ে বালিশ খামছে বেচে থাকার আর্তনাদ কিংবা অনুপ্রেরণা
তবুও ঘুমোতে পারিনা - এই বুঝি ধরলে হাত,(হ্যান্ডব্যাগের মতো)
নয়তো আমার মুখে তোমার চুলের ঝাপ্টা, বৃষ্টি আছড়ে পড়ে কোন সে সুখে -
মুখে যতোই লাগুক আঘাত-হোক না আহত।