বাংলার প্রতি গ্রাম থেকে গ্রামে
ঘুমন্ত-নিপীড়িত নারী
উঠছে জেগে, নতুন আবেগে
ছুটছে বেগে, শহর-নগর ছেড়ে
পৃথিবীর পথে।
পৃথিবী জয়ের পথে
গ্রাম থেকে ছুটে আসা
এই তারুণ্যকে রুখে দাও, যদি পারো
তোমাদের পদে পদে বুড়োদের আরো
বসাও। আমরা আসবো ফের
আসবো নতুন জোয়ারের
বাঁধভাঙা সমুদ্র-উচ্ছ্বাসে—
আমাদের সাথে আজ আছে
কারণ, আমাদের সম্মুখে আজ
আমাদেরই বোনেরা-তরুণ
এই তারুণ্য, গ্রামভাঙা বিপ্লব
বেকার, নিপীড়িত, নিগৃহীত
পৃথিবীর সবচেয়ে অবহেলিত
এক তরুণ গ্রাম—এক বাংলাদেশ
ছুটছে পৃথিবী জয়ের পথে
রুখে দেবে তাকে? কে আছে এমন
কোন সে করালগ্রাস রাহু?
এটা নতুন সূর্যের বাহু...
চ্যালেঞ্জ—সমস্ত দুর্নীতির স্তম্ভে
নতুন মাঠে, আসো খেলবো
খেলা হবে।
(উৎসর্গঃ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রমীলা ফুটবল দলের প্রতিটি মেয়েকে। খেলা হবে।)