বৈশাখে
শিলাবৃষ্টির ফাঁকে
বিস্তর ধান রয়ে যায়
এই ভূমে লাঙলের ভ্রমণ-অভিসার
চির উর্বরতায়।
তবু চিরসঙ্গী ক্ষুধা
কৃষাণীর কৃশতনুদাহে
তবু লেখা হয় কবিতা।
এবং ধাঁধা
কৃষকের ধান ও কবিদয়িতা
কেড়ে নেয় বেনিয়ার খোদা!
তবু ফলে ধান, তবু ফলে গান।