বয়স পেরিয়ে গেলে, প্রেমের
বলো, আর কাহারে শুধাবো, করবো প্রেমনিবেদন?
যদি এই নির্ঘুম রাতগুলোতে
ফুটেছে জানি দিকে দিকে বসন্তের শিমুল
তোমারে দেখেছে সেই রাত, হয়ে গেছে ভুল
এই উথালপাথাল চাদনীরাতে
নিশানির্ঘুম!
*************************
রাধাচূড়া দেখেছে যুবক
দেখেছে সহস্র শিমুলের পর
ভুল ধীরে হয়ে গেছে সর্বনাশ
সকল আপন তার হয়ে গেছে পর
বলো রাধাচূড়া, আর কোন পুষ্পবৃক্ষে করি মনোনিবেশ
পেরিয়েছে শেষদিন পৃথিবীর, পেরিয়ে কিয়ামত
হও নারী, জেনো সব প্রেমিক সতত সৎ
তোমাতেই থেমেছে জীবন, সর্ব অভিনিবেশ!
*******************************
পদ্মফুল ফুটে একবারই, যুবকহৃদে
তুমি যদি গ্রহণ করো, তোমার হৃদে
ছেয়ে যাবে দিবারাতসন, নব ঈদে-ঈদে।
******************************
লেখে নাই কেউ আজও, পুষ্প-পুরাণ
যে ভাষ্য তোমারে সঁপি, সঁপি এ পরান
বলো সখি বলো, কহো সত্য আজ
তোমারও কি পুড়ে প্রাণ আমার সমান?一