সবুজপাতায় ধুলো জমে কিনবিরিজের ডানে
সবুজপাতায় বালু জমে কিনবিরিজের বামে
ধুলো জমে, ধোয়া জমে, জমে রাতের কুয়া
নীরব রাতে সুরমা বুলায় শীতল হাতের মায়া

সবুজ পাতায় বসন্ত হয়, ফুটে নতুন ফুল
এই নগরের ধুলো-বালি কেউ করেনি ভুল।

দুই
গভীর রাতে ভুল গলিতে বের’য় কুকুর দল
বের’য় পুলিশ, চোর-ছ্যাচ্চড়, আঁধার অনর্গল
নির্ঘুম চোখে মনে পড়ে যায় সরকারি মেডিকেল,
অতি নিভৃতে, অতি অবহেলে জীবন-মরণ খেল!

হায় নির্ঘুম হাস্নাহেনা, সুগন্ধি নাকফুল
তোমাদের মতো কুকুরের দলও
                                      নির্ভুল, নির্ভুল।