কৃষক তোমার পদমোবারক পেতে দাও
কদমবুসি গ্রহণ করো এই অধমের
আমিও কবি, নিবাস একটা ছোট্ট গাঁও
কৃষক ছাড়া পা চাটি না কোন্দলের
পা পেতে দাও, ধুইয়ে দিবো দুই হাতে
বৃদ্ধ কৃষক, শেখাও আমায় কাব্য কয়...
যোগাও আজো অন্ন এহেন দীন পাতে!
সন্তানে দাও গার্মেন্টসে, বিদেশময়!
আর কতকাল? হে পিতা ও মাতৃগণ—
চিরটাকাল বঞ্চিত হে মাটির চান
আর কতকাল পরে দিবে কাস্তে শান?
এই দেশটা কৃষক, তোমার হোক
বাংলাভাষার সব কবি হোক তোমার লোক।