এই হিমেল স্পর্শ—নীরব ব্যাঙ-ঝিঁঝিঁদের ডাক।
শিশিরকণা জমছে যে ঘাসের মাথায়
ক্রমাগত অযান্ত্রিক নৈঃস্তব্ধ্য
তোমাদের অস্তিত্বে আমার বুক, পিঠ, বাহু
কান, চোখ, নাকের-মুখের আর চোখের নরম নরম পলি
ছুঁয়ে ছুঁয়ে চলে যাই দূর.. বহুদূর...
আশ্বিনে আমার নাম জোঁক—
সমস্ত দেহভরা ইন্দ্রিয় নিয়ে ঘুরি
আমার দীঘল দেহ আগনের খেত হয়ে যায়
পরম মমতাভরে ধানচারা রুয়ে যায় নিমগ্ন চাষীদের হাত