আবার কবিতা লিখবো।
তোমাদের মরুঝড়-মগ্ন শহরে
ভিক্ষার থালায় একটি কবিতা লিখে
—প্রেমের কবিতা
উপবন ট্রেনের ভিখারী শিল্পীর মতো
—প্রেমভিক্ষা চাইবো
একদিন ফুরাবে ধুলো...
এই বিবর্ণ মায়ার শহরে
তখনো
ম্লানহেসে
গাঁয়ের রাখাল এক, পুষ্প হাতে, পিয়ানো হাতে
একটি কবিতা লিখে—প্রেমের কবিতা
যে কবিতারে মাল্যদান
করো নি তুমি, তোমার শহর
৩০.১০.২০