ওগো,আজ কেন যেন
বার বার তোমায় মনে পড়ে
তোমার কথাগুলো ছন্দ হয়ে
এ হৃদয় পানে বাঁজে ।  
তোমার অনুভূতিগুলো আজ
আমায় বার বার নাড়া দিয়ে যায়,
চোখের আড়ালে দিগন্ত যেথায়
হৃদয়ের সকল স্পর্শ হারালো সেথায় ।
তোমায় আজ কেন যেন
খুব কাছে পেতে চায় মন,
আগেতো কখনো হয়নি এমন
তবে কি এ প্রেমেরি দহন ?
হয়তো তাই হবে……
তাই যদি না হতো
আমার হৃদয় হবে কেন ক্ষত,
চোখ জুড়ে স্বপ্ন কেনই বা আসবে শত ।
শত স্বপ্নের মাঝেও যেন
তুমি এক বাস্তবতার ছাপ,
চোখের আড়াল থেকে সারাক্ষণ
আমায় দিয়ে যাও ডাক ।
তোমার ডাকের সাড়া দিতে না দিতেই
কোথায় যে মিলিয়ে যাও,
আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকেও যেন
তোমার ঐ বর্ণিল হাঁসির ঝলক
আমার হৃদয় মাঝে মাখতেই পারি না ।
আমি কত যে ধৈর্য ধরে বসে ছিলাম
হয়তো কখনো তোমার সত্যিকারি হাঁসি
আমার জীর্ণ দোয়ারে আসবে,
আমায় প্রবল মায়ার বাধনে
চির জনমের মতো বাধবে ।
তা কি আর হলো !
শুধু আমার ধৈর্যের বাধটুকুই ভাঙ্গল ।
জানি না,তোমিও কি আমার মতোই ভাবছ
যদি তাই ভেবে থাক
তাহলে মানব আমিই অপরাধী ।
কেননা,নদীই তো সাগরের পানে ছুটে চলে,
ছুটতে ছুটতে এক সময়
কখন যে সাগরের মোহনায় বিলিন হয়ে যায়
হয়তো সে নিজেও টের পায় না ।
আর তা যদি না হয়
তা হলে তুমিই অপরাধী ।
কেননা,আমি তো তোমার চরিত্র মাঝে
কোন দাগ ভরাতে চাইনি,
শুধু নিরবে নিথর হয়ে
তোমায় গোপনে ভালোবাসতে চেয়েছি ।
আর সেই ছলে যদি প্রিয়
অন্য কোথাও নিড় বাঁধতে চাও
তাহলে যাও,আমায় ছাড়িয়ে যাও,
ঐ দূর আকাশের নিলিমায়
আস্তে করে হারিয়ে যাও ।
যাবার কালে শুধু আমার হাতে
একটা ঔষুধ ধরিয়ে দিয়ে যাও ।
যে ঔষুধ খেলে হয়তো……
আর কখনও তোমায় মনে পড়বে না,
এ হতভাগা মন……
আর কখনই তোমায় কাছে পেতে চাইবে না ।
এই ছোট্র উপহারটুকু শুধু নিজ হাতে
আমায় তুমি দিও,
আমি মুক্ত পাখির মত উড়তে চাই
শুধু একবার আকাশ পাণে চেয়ও ।

রচনা:২৩/০৩/২০১৮ ইং ।(দুপুরবেলা)