সেদিন আমি পাইনি কলম
তাতে কি হয়েছে?
বুকের তাজা রক্তে লিখেছি
বাংলা নামটিকে।
হারিয়ে যেতে দেইনি
এত সহজেতে,
প্রতিবাদ করেছি আমি
মিছিলে মিছিলে।
মায়ের মুখের ভাষা
দেইনি কেঁড়ে নিতে,
ভালোবাসার দুয়ার দিয়েছি খুলে
আমি বীর বাংলার ছেলে।
ভালোবাসা দিয়েছি সবার ধারে
স্বাধিনতা নিয়েছি সবাই মিলে,
ধংস করেছি বিষন্নতাকে
ইতিহাস এখন বাংলা বলেই চিনে।
নহে উর্দূ,গড়েছি দূর্গ
পারবে না কেউ ভাঙ্গতে,
মায়ের বুলে কথা শিখবো
বাংলা আমার যে।

রচনা:১৮_০৮_২০১৩ইং।