আমি বিদ্রোহ করিতে নাহি জানি
বিদ্রোহের অনুরাগি,
আমি অন্ধের কাটা ঘিরি পথে চলি
হয়ে উশৃঙ্খল পথের বৈরি।
আমি হাঁসিয়ে তুলি বিশ্ব প্রলয়
অগ্নি বীণার তানে,
ভাঙ্গিয়া দেই শাসকের মান
মনুষ্যত্বের ক্রোধে।
আমি হিংসুটে হয়ে পরি
অনাধিকার মানবের অসহায়ে,
চির বিশ্বয় জাগ্রত করে দেই
উওপ্ত বালিকার প্রলয়ে।
আমি তীর্থ পথের প্রত্যাশী
বাঁজাই মহূত্বের বংশি,
যেথায় গরিব-দুঃখি অসহায়ের সুর ছেড়ে
খুশিতে হইবে ভারি।
রচনা:২৪_১১_২০১৪ইং।