আমার এক বন্ধু, সেদিন আমায় বলে
কী সব লিখিস তুই, সবাই বুঝতে পারে!
সবাই যদি কবিতা বোঝে, মান-ইজ্জত কী থাকে!
ইজ্জত বাড়াইবার তরে জটিল করা লাগে।
আনাড়ি আমি, জটিল করে
কবিতা লিখতে বসে
খেই হারিয়ে নিজেই শেষে
পড়ি মহাধন্ধে।
আমার এক সিনিয়র, সেদিন আমায় বলে
কবিতা লেখার কাজ সবার কী আর সাজে।
ভাবগম্ভীর না হলে তা-
কবিতা কী আর থাকে।
আমার এক সহপাঠী সেদিন আমায় বলে
বিজ্ঞানী হয়েও তোমার কবিতা ক্যামনে আসে!
বলি আমি সবিনয়ে,
কবিতা লেখার অধিকার সার্বজনীন বটে।
সার্থক হয় তখন আমার এই ক্ষুদ্র চেষ্টা
সাধারণে বোঝে যখন আমার লেখা কবিতা।
অতি জটিল গুরুগম্ভীর ভারী সব কবিতা
উঁচু তলার কবিদের তরে থাকুক না তোলা।