আমার আমিতে রহিয়াছে ভুল
দেখিনি কখনো নিজে মেপে,
অন্যের ভুল খুঁজিতে খুঁজিতে
এই জীবনটা পার হয় অবশেষে।
নিজেকে মনে করি বিদ্বান
অন্যকে ভাবি মোরা তুচ্ছ,
নিজের শত শত ভুল গুলো
শুদ্ধ করি যোকোন মূল্য।
অন্যের পিছে ছুটিয়া ছুটিয়া
পার করি সারা দিনমান,
এমনি করে এসে যায় মোদের
শেষ বিদায় বেলার ডাক।
অন্যকে না চিনিয়া মোদের
নিজেকে চিনিতে হবে আগে,
তাহলেই মোদের জীবন
আসল সার্থকতার স্বাদ পাবে।