#মানবতা
🖋️ আহমেদ মামুন
----------------------------

হায়রে  মানবতা!
চারিদিকে রয়েছে শুধু মানুষের দেহ,
নেই কোন মনুষ্যত্ব তাহাদের ভিতর।
বনের জন্তু-জানোয়াে আর,
তাহাদের মধ্য নেই কোন পাথর্ক্য।

এই সুবিশাল বিস্তৃণে নেইযে কোন মানবতা,
সবাই রয়েছে স্বার্থে চোরাবালিতে আবদ্ধ
ধর্ষন-অন্যায়-অত্যাচারে আজ নিমগ্ন জাতি
নেই কোন সুবিচার অন্যায়ের শাস্তির দাবি।

সামাজিক মানুষ তাহারা মূল্যবোধহারা
নিজ স্বার্থে ব্যাস্ত সবাই যার যার মত যার
রাজনীতির দলের মধ্যে আবদ্ধ তাহারা
ভালমন্দ বোঝার ক্ষমতা হারিয়েছে তাহারা
নেতার নেতৃত্ব মন্দ হলেও করেনাকো বাধা
যাহার অতিব কারণ আজ মানবতা হারা

সবাইরে মন্দ বলিবার সাহস নেই আমার
এখনও রয়েছে এমনও মানব যাদের বলে পৃথিবীটা আজও সেরা।

গতবছরের লেখা।