পথশিশু
আহমাদ কাউসার

পথের পাশে হাজার শিশু
কাটায় ঘুমে রাত
পোকা কামড়ায় গায়ের চামড়ায়
খেতে পায়না ভাত।

ওরা শিশু বুঝেনা কিছু
মনে মনে ভাবে
আদর, সোহাগ ;খেলনা,গাড়ি
কবে ওরা পাবে।

সুন্দর জামা গায়ে পড়ে
কাউকে দেখলে যেতে
তাঁদের মনে ইচ্ছে জাগে
এমন জামা পেতে।

এই শহরের পথে পথে
হাজার টাকার মেলা
খাবার টাকা জোগাড় করতেই
শেষ হয় তাঁদের বেলা।