মুজিব
আহমাদ কাউসার

শোন বলি একটি গল্প
মিথ্যে নয় যে সাচা
একটি ছেলের বুকে ছিলো
দেশের ভালোবাসা।
দু'চোখেতে ছিল যে তার
স্বাধীনতা আঁকা
সোনার বাংলার মানচিত্রতা
মনে ছিলো রাখা।
মুজিব নামের সেই ছেলেটির
জ্বালাময়ী ভাষণ
নেড়ে দিলো স্বৈরাচারির
পাকাপোক্ত আসন।
সব জনতা যুদ্ধে নামে
সেই ছেলেটির ডাকে
স্বাধীনতার ফুল ফুটিল
সবুজ বাংলার বাঁকে।