গায়েঁ যাব
আহমাদ কাউসার

যেখানেতে শুনি আমি
রঙিন পাখির ডাক
সেইখানেতে যাব আমি
দেখব দোয়েল কাক।

সরুপথের দুই ধারেতে
ফোটে বুনো ফুল
সেই গাঁয়েতে দেখব আমি
বাঁকা নদীর কুল।

মনের মাঝে ভেসে উঠে
রাখাল,বাঁশি,সুর
মেঠোপথে ঘুরব আমি
ঘুরব বহু দুর।