বৈশাখ
আহমাদ কাউসার

বৈশাখ এলো আমার দেশে পুলক জাগে আজ,
খোকাখুকি কই রে তোরা?যেমন ইচ্ছে সাজ।

সানকি ভরে পানতা খাবি,খাবি ইলিশ মাছ
পাকা আমের ঘ্রাণ ছড়ালো বাতাস দোলায় গাছ।

বটতলাতে জমছে মেলা কে যাবি রে চল
মায়ের জন্য কিনব শাড়ি বোনের জন্য মল।

মুখর হবে গাঁয়ের মেলা শুনব বাউল গান
পুতুল নাচের খেলা হবে শান্ত হবে প্রাণ।

দলে দলে চলরে তোরা একই সাথে যাই
খুশি ভরা এমন দিনের মজা কোথা নাই।

চান্দলা,কুমিল্লা।