আমরা শ্রমিক
আহমাদ কাউসার

আমরা মজুর আমরা মুটে
যাহাই বলো ভাই
সভ্যতাকে এগিয়ে নিতে
নিত্য ঘাম ঝড়াই।

গগনচুম্বী দালান গড়
বানাও ইমারত
ওখানেতে লেগে আছে
আমার মেহনত।

প্রবঞ্চনা করিনা ভাই
ঝরাই গায়ের ঘাম
আমায় তুমি দিও প্রভু
কঠোর শ্রমের দাম।

শোন বলি ওরে ধনী
বিরাট তোমার ঘর
কষ্ট তুমি বুঝবে কিসে
চড় গাড়ির পর।

গাড়ির চাকা বাহুর বলে
ঘুরায় কে রে বল?
যাদের শ্রমে চলে গাড়ি
তাদের সাথেই ছল।

পলাশবাড়ী,গাইবান্ধা।