আকাশের মন
আহমাদ কাউসার

আকাশের মন ভীষন খারাপ
একলা থাকে বলে
মেঘে বলে ভাবছো কেন
আছি তোমার দলে।

বৃষ্টি বলে করব কি যে
কপাল আমার পোড়া
অশ্রু আমার ঝরে বলে
ভয় করিসনে তোরা।

জোছনা বলে কেমন আছো
তোমরা সবে আজি
আঁধার রাতে পালিয়ে থাকি
আঁধার বড় পাজি।

সুর্যমামা বললো ডেকে
সূদাই আলো ছড়াই
ভালো থাকিস ওরে সখা
সবখানেতেই বেড়াই।

মিঠাপুকুর, রংপুর।