আঁধার রাত
আহমাদ কাউসার

সুর্য যখন গেলো পাটে
আধার এলো নেমে
পাখিরা সব ফিরছে কুলায়
সব কোলাহল থেমে

মিটমিটিয়ে এদিক সেদিক
জোনাক জ্বালে আলো
ঝিঝি পোকার ঝিঝি তানে
কাপছে রাতের কালো।

ডানা মেলে যাচ্ছে উড়ে
দিকহারা এক পাখি
কাকে যেন খুঁজে বেড়ায়
চোখ ভেজনো আঁখি।

পুব আকাশে আধখানা চাঁদ
একটু আলো ছড়ায়
তাহা দেখে কালো আঁধার
ধীরে ধীরে পালায়।

ছৈয়দপুর,নীলফামারী।