আমি তোহ তোমাদের শহরের অধিবাসী নই
বলতে পারো কল্পনারাজ্যের নির্ঘুম প্রহরী তুল্য
জোছনা পাহারা দিই জোছনায় স্নান করি চাঁদনী রাতে
কথা বলি সঙ্গী দূর আকাশের মিটমিটি তাঁরার সাথে।
সৃষ্টি হারানোর যন্ত্রণা বেদনাকে কাতর করে দেয়
লুকিয়ে থাকা আত্নাটা সচল আর দেহটা হয় মমি
কষ্ট সেখানে সীমাহীন অভাব দুষ্টচক্রের বেড়াজালে
অনুভূতিগুলো প্রাণ ফিরে পেতে ব্যর্থতা অনুভব করে।
আমি তোহ তোমাদের নগরের কোন বাসিন্দা নই
প্রতিটা প্রত্যাশার অনাকাঙ্ক্ষিত অর্জনে ক্লান্ত আমি
ভূমিষ্ঠ হতে পারে না আত্নার সন্তুষ্টি আর আহাজারি
ক্ষুদ্র ক্ষুদ্র সুখগুলোকে কখনো মনে হয় অকল্যাণকর।
আমি তোহ তোমাদের মনের দেয়ালের পোষ্টার নই
সভ্যতার কিছু অসভ্য জীবকে পথের সাথী ভেবে চলি
রাত পোহায় নিদ্রাহীন দুঃস্বপ্নে রুপকথার গল্পের মত
যাপিত জীবন অসার,সুখ নয় কেবলি ছদ্মবেশী সন্ন্যাস।
আমি কি তোমাদের শহরের কেউ?