আত্মপ্রকাশ

অবলীলায় আনন্দের সাথে করেছো অবহেলা
অসীম ক্ষমতায় বরন করেছি হাশিমুখে
আকাঙ্ক্ষা শুধুমাত্র আপন করে পাওয়ার
বুঝিনি আকাংক্ষার হবে অপমৃত্যু!

যে মিথ্যা হাসির বলয়ে আবদ্ধ ছিলাম
বুঝিনি তা নিঃশব্দে উপহার দেবে যন্ত্রনা
হোক সে যন্ত্রনা সেটা তো তোমার ই দেওয়া
আর তাইনা গ্রহণ করেছিলাম সানন্দে

আমি ঋণী চির ঋণী তোমার কাছে
বেদনাকে আপন করে পাইয়ে দিয়েছো যে
বলনা কি করে শোধ করব এই ঋণ?
ঋণ শোধ করার মত অবশিষ্ট ভালোবাসা নেই।