তুই শালা চোর
-জন্মেচিস চোরের দেশে
নয়তো তুই শালা মহৎ হতিস কোণ বা সঙে
বলির পাঠা, ঠাডা পড়া কপাল
মরবি যজ্ঞে মন্ত্র পটে

নুরন্তন অভিশাপ আসিবে ছুড়ে
কে প্রতাপ? কে সাধু? কি জানিবে তবে
অহে বচনে মূত্র ছাড়
চোরের আবার লাগে কি অভিশাপ
যে ঢালিবে সেও যে শুদ্ধ নহে

পাঠকের দাঁতে শব্দ ফুটিয়ে
কাব্যরসে সব বখে বসে
আদিমত্য সর্বাঙ্গে খুঁজে ফিরে
'২১ শতকে এশে চোরের লোপাট
শূন্য গোয়ালে নিবদ্ধ হবে না যে

(২৮/১০/২০২১ইং)