কর্দমাক্ত দেহ আর চরণ জুড়ে জাগানো স্তম্ভ
নিয়ে ফিরবো যখন অবেলায়
তুমি নাকের নোলক নেড়ে বলবে
-'এতক্ষণে আসার সময় হলো বুঝি?'
আমি তোমার চোখে প্রতিত্তোরে বলবো
-'মাঠে ধান না বুনলে খাবে কিগো গিন্নি -সোহাগ?'
তুমি ফের সুর তুলে বলিবে
-'ইশ আমার বয়েই গেছে উনার সোহাগ পেতে'
দৌঁড়ে পালিয়ে যাবার পায়তারা করতেই তোমার বাহুদ্বয় আবদ্ধ হবে
থেমে যাবে তোমার চরণদ্বয়
লজ্জায় আবৃত হবে
আঁখি জুগল হবে অবনত
আমি প্রেমে পড়বো ফের প্রথম প্রেমের মতই
তুমি কি তখন জানিতে পারিবে?
এ ভালোবাসা কোনো মিথ্যে গল্প ছিলনা তোমার তরে

০৯.০১.২০১৯ইং