এই খানিকটা আগেই চিতায় পুড়িয়ে তোমাকে পুকুর পাড়ে রেখে এশেছি
তুমি বলেছিলে এ শহরের সবচেয়ে সুগন্ধি ফুলে সাজতে
তোমাকে সেই সাজেই দেহ পুড়িয়ে দিলাম
খানিক আগেই তুমি হয়ে গেলে পুড়ে অঙ্গার
আর আমি পেলাম দীর্ঘ দিনের প্রশান্তি
আজ রাতে ঘুম হবে
তোমার কপালের লাল টিপের জায়গায় নতুন ঠিকানা হবে
জমানো সেই কালো টিপের পাতা এতদিনে নষ্ট হয়ে গেছে হয়তো
তবে আজ তোমার পুরো দেহ কালো রঙে মাতোয়ারা
ইচ্ছে আমার আজ পূর্ণতা পেয়েছে
আমি পেয়েছি মুক্তি
এই শহরের ধূলি কণা কেমন যেন হয়ে গেছে
পায়ের তলানি হয়ে ঘরের কোণায় পড়ে থাকে না
উড়ে এশেও জায়গা খুঁজে নেয়'না
সেখানে ছাই হয়ে লাল কিংবা কালো সব হারিয়ে দেয় আমার স্মৃতি গুলোকে
কেহ জানতেই পারেনি শ্মশান ঘাটের ঠিকানা আমিই তোমাকে চিনিয়েছি
তুমি কখনোই আমাকে ভালোবাসতে পারনি সে দহনে আজ তোমাকেই পুড়িয়ে দিলাম